রাজশাহী

আদমদীঘিতে কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগ

  প্রতিনিধি ২ মে ২০২৩ , ৮:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের মন্ডবপুর গ্রামের কৃষক শরিফ উদ্দিনের প্রায় ২৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ওই ধানগুলো মাড়াই দিয়ে কৃষকের ঘরেও তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা গরীব কৃষক শরিফ উদ্দিনের মুখে হাসি ফুটেছে। কৃষক শরিফ উদ্দিন বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মুজুরিও এবার বাড়তি।

এদিকে আবার ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম। এমন সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা আমার জমির ধানগুলো কেটে, মাড়াই দিয়ে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন উদ্যোগে আমি ভীষণ খুশি। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের খোঁজ খবর নিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। চাহিদা অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা করে যাচ্ছে আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। গত সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের উদ্যোগে তার নেতাকর্মীদের সাথে নিয়ে এ ধানগুলো কেটে দেন। এসময় ধান কাটায় অংশগ্রহণ করেন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আশিক, আমির হামজা, রনি, শুভ, নাজমুল, আরিফ, আপন, নাঈম, বুলবুল, মাফিজুল, রাতুল, মিল্টন, সিয়াম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by