রাজশাহী

আদমদীঘিতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ৪:১৩:১৭ প্রিন্ট সংস্করণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের দল।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার শিবপুর এলাকায় মেসার্স শারীব কারখানার সামনে থেকে তাকে আটককরা হয়েছে। আটক ব্যাক্তি হলেন, নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মাতাজি ঘোষনগর গ্রামের মো. মতি মন্ডলের ছেলে সোহেল রানা (২৯)। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস আদমদীঘির শিবপুর এলাকায় মেসার্স শারীব কারখানার সামনে পৌঁছলে বাসটি তল্লাশি করে যাত্রীবেশে ওই মাদক ব্যবসায়ীর পায়ের মাঝে একটি প্লাস্টিকের বস্তায় দুইটি বালিশের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়া জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by