আন্তর্জাতিক

আবারো বিপদে চীনের উহানবাসী

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ২:৩১:১৭ প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় দফায় করোনাভাইরাস(কভিড-১৯) সংক্রমণের মুখে চীনের উহান। এতে ভাইরাসটি নিয়ে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক। এই অবস্থায় ১০ দিনে এক কোটি ১০ লাখ বাসিন্দার নমুনা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে চীন সরকার।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। টানা ১১ সপ্তাহ লকডাউন আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানায় গত ৩ এপ্রিল থেকে উহানে নতুন রোগী শনাক্ত হয়নি। ৮ এপ্রিল তুলে নেয়া হয় বিধি-নিষেধ।
তবে আবারো বিপদের মুখে উহানবাসী। গত সপ্তাহে উহানে নতুন করে ৬ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হলে নতুন করে ভাইরাস বিস্তারের শঙ্কা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শহরের প্রায় এক কোটি ১০ লাখ বাসিন্দার নমুনা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সরকার।
পুরো শহরের বাসিন্দাদের নমুনা পরীক্ষা ১০ দিনের মধ্যে শেষ করতে চায় কর্তৃপক্ষ। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রবীণ ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা।

এর আগে, দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাবে পড়ে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। ভাইরাসটির বিস্তার ঠেকাতে রাজধানী সিউলের সব জনসমাগম স্থল বন্ধের নির্দেশ দেয় দেশটির সরকার।

আরও খবর

Sponsered content

Powered by