রংপুর

প্রধানমন্ত্রী সময়োপযোগি পদক্ষেপ গ্রহন করেছেন : হুইপ ইকবালুর রহিম এমপি

  প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ৭:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারির সময় জনগণের দুর্ভোগ লাঘবে সময়োপযোগি পদক্ষেপ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় মহামারির এ সময় স্বাস্থ্য সেবা ও খাদ্য বিতরণের কারণে দেশের কোন মানুষ অভাববোধ করতে পারে নাই। মহামারির এসময় কোন অনিয়ম, দুর্নীতি, ত্রাণ লুঠ, চাঁদাবাজী, ওষুধের অতিরিক্ত মূল্য আদায়কারীদের ছাড় দেয়া হবে না। মানুষের দুর্ভোগকে পুঁজি করে কেউ লাভবান হতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূল পর্যায়ে অর্থাৎ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে প্রচুর বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যেই গ্রামীন উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এ মহামারি ছড়িয়ে পড়ায় উন্নয়ন কার্যক্রমে কিছুটা বাধাগ্রস্থ হয়েছে। তারপরও আমরা বিশ্বাস করি সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের গ্রামীণ কার্যক্রম উন্নয়ন অব্যাহত থাকবে। শুক্রবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন কর্মসূচির আওতায় ৯২টি মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৬২টি লাখ ৫৭ হাজার ৬৬৬ টাকা চেক বিতরণ ও এডিপির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণকালে হুইপ ইকবালুর রহিম এমপি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by