খেলাধুলা

‘আমরা জানতাম না এটা রিয়াদ ভাইয়ের শেষ টেস্ট’

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২১ , ৬:০৬:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে জয় নিয়ে দেশে ফিরে এসেছেন জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থাকা ছয়জন ক্রিকেটার। আজ মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন অধিনায়ক মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইয়াসির আলি। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাদমান। তার কথায় ফুটে উঠেছে মাহমুদউল্লাহর টেস্ট ছাড়ার কথা।

হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনে রিয়াদের এমন সিদ্ধান্তের পর কী হয়েছিল, তা জানাতে গিয়ে সাদমান বলেন, ‘আমরা জানতাম না এটা উনার (রিয়াদ) শেষ ম্যাচ। রিয়াদ ভাই হুট করে ড্রেসিং রুমে আমাদের জানিয়েছে। এরপরই সবাই চিন্তা করেছি যে, রিয়াদ ভাইয়ের জন্য খেলব। সবার ইচ্ছে ছিল শেষ মুহূর্তটা উনাকে উৎসর্গ করব। আমরা সেভাবেই করছি।’

জাতীয় দলের জার্সিতে পঞ্চম টেস্ট খেলেছেন রিয়াদ। শেষ টেস্টে ক্যারিয়ার সেরা অপরাজিত দেড়শো রানের ইনিংস তাকে নিয়ে গেছে অন্য জায়গায়। তার অবদান স্মরণ করে সাদমান বলেন, ‘উনি আমাদের দলের জন্য যা করে গিয়েছেন, তাই উনার কারণে সবাই একটু মন খারাপ করেছিলাম, যে করেই হোক শেষ ম্যাচটা উনার জন্য খেলতে হবে।’

Powered by