ঢাকা

আশুলিয়ায় জালনোটসহ মূল হোতা গ্রেফতার

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৫:৩৬ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল টাকাসহ জালনোট তৈরির চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ। এরআগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে এই মূলহোতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মোফাজ্জল হোসেন বগুড়া জেলার সদর থানার বেলাইল গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

র‍্যাবসূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে নবীনগর-চন্দ্রা মহা সড়কের বাইপাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে ৮৭ টি ১,০০০/- টাকা মূল্যমানের জালনোটসহ মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। যে চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদের মাঝে প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেও বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by