দেশজুড়ে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৬:১২:১৬ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো মাষ্টারবাড়ি এলাকার বাবু-পাপ্পু নীটওয়্যার লিমিটেড কারখানায় আগুনের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগদান করেন। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ারসার্ভিস। ওই কারখানায় নীট জাতীয় গার্মেন্ট তৈরি করা হতো বলে জানা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ দিনায়াতুল হক দিনা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

Powered by