দেশজুড়ে

আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজি; আটক-১০

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২১ , ৬:৩০:১২ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ার নবীনগর এলাকা থেকে চাঁদাবাজিকালে আটক ১০ চাঁদাবাজ।

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির সময়ে ১০জন চাঁদাবাজকে আটক করেছেন র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার সকালে সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর এলাকা থেকে এই চাঁদাবাজদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- পান্নু হাওলদার (৩৪), বিপ্লব (৩০), মাসুদ রানা (৪০), আনোয়ার শেখ (৪২), ইকবাল হোসেন রতন (৪২), জাহাঙ্গীর (৪৮), আলম মোল্লা (৩৭), আব্দুল্লাহ আল হেলাল (২০), শাহাদত হোসেন (৩০) এবং সঞ্চয় (৩০)। এরা সকলেই নবীনগর এলাকায় ফুটপাতে চাঁদাবাজি করে করে আসছিল।

র‌্যাব জানান, আশুলিয়ার নবীনগর এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করছে এমন গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ১০ চাঁদাবাজকে আটক এবং চাঁদাবাজির ৪হাজার ২৩০টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে দোকানদারদের বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকিও দিত এবং দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও খবর

Sponsered content

Powered by