ক্রিকেট

আসন্ন বিশ্বকাপেও খেলতে পারবেন না স্টোকস

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩৬:০৬ প্রিন্ট সংস্করণ

ছবি : ডেইলি মেইল

ভোরের দর্পণ ডেস্কঃ

মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্রিকেট থেকে সাময়িক অবসরে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ফেরার কথা থাকলেও চোটের জন্য তা আর হচ্ছে না। স্থগিত আইপিএলের মাঝ পথে চোট নিয়ে ভারত ছাড়ার পর দ্বিতীয় ধাপেও খেলা হচ্ছে না তার।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, স্টোকসের ভাবনায় এখন কোনো ক্রিকেট নেই। তাই ইংল্যান্ডের নির্বাচকরাও তাকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে অন্য কাউকে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা।

স্টোকস গেল ৩০ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে আছেন ক্রিকেট থেকে। মূলত মানসিক চাপমুক্ত হয়ে প্রশান্তিময় কিছু সময় কাটাতেই এই বিরতি নিয়েছেন তিনি। পাশাপাশি আঙ্গুলের চোট থেকেও সেরে উঠছেন।

এদিকে, আগামী শুক্রবারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি’র কাছে ১৫ সদস্যের দল জমা দিতে হবে ইংল্যান্ডকে। ধারণা করা হচ্ছে, নির্বাচকরাও স্টোকসকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে বিশ্বকাপের দলে রাখা হতে পারে ক্রিস সিলভারউডকে।

আরও খবর

Sponsered content

Powered by