ঢাকা

আ. লীগ নেতা ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৭:২১:১৫ প্রিন্ট সংস্করণ

আ. লীগ নেতা ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান এবং খান্দারপাড়া ইউনিয়নে শেখ লিমন, ছাত্রলীগ নেতা শেখ সোহাগের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) বিকাল ৩টায় খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আহম্মেদ মল্লিক বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রবিউল আলম সিকদার, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সাধারন সম্পাদক এম, মহিউদ্দিন আহম্মেদ মুক্ত মুন্সী, বহুগ্রাম ইউপি চেয়ারম্যান পরিতোষ সরকার, সাবেক চেয়ারম্যান সোহেল, পশারগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মহিউদ্দিন আহম্মেদ মিঠু শরীফ, খান্দারপাড় বাজার কমিটির সভাপতি নিজাম লস্কার প্রমূখ।

গত ৩০ সেপ্টেম্বর কেএম ফায়েকুজ্জামনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান, লিমন শেখ ও ছাত্রলীগ নেতা সোহাগ শেখের ওপর নির্মমভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদেরকে গুরুতরভাবে আহত করেছে বলে মামলার বিবরনে জানা গেছে। বর্তমানে আহতরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

প্রতিবাদ সভায় বক্তাগণ সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম জানিয়েছেন   অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content

Powered by