দেশজুড়ে

মারা যাওয়া সীতাকুণ্ড থানার এসআই ইকরামের রির্পোট পজেটিভ

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৪:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড প্রতিনিধি : করোনার উপসর্গে মারা যাওয়া সীতাকুণ্ড মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) একরামুল ইসলামের করোনা পজেটিভ এসেছে। করোনা ইউনিটের দায়িত্বে থাকা সীতাকুণ্ড থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, গতকাল রাতে পাওয়া নমুনা প্রতিবেদনে মৃত এসআই করোনা পজেটিভ ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গতকাল শনিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে করোনায় আক্রান্ত হওয়া মডেল থানার ওসি ( ইন্টেলিজেন্স) সুমন বণিক চট্টগ্রাম নগরের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য যে, গতকাল শনিবার (৬জুন) সকালে ভাড়া বাসায় তিনি মারা যান এসআই ইকরামুল ইসলাম। তিনি চার দিন ধরে তিনি সর্দি ও জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে একই ফ্ল্যাটের অন্য দুজন তাকে ঘুম থেকে ডাকতে গেলে অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পান।

থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়। রির্পোটে ইকরামুল ইসলামের শরীরে করোনা পজেটিভ আসে।

আরও খবর

Sponsered content

Powered by