রাজশাহী

ঈশ্বরদী এখন উন্নয়নের মহাসড়কে – নূরুজ্জামান বিশ্বাস এমপি

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২১ , ৯:০০:২১ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

ঈশ্বরদী এখন উন্নয়নের মহাসড়কে উঠেছে। ঈশ্বরদীতে আর কোন রাস্তা কাঁচা থাকবে না। সংস্কারের অভাবে ভেঙে যাওয়া রাস্তারও কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৬০ কিলোমিটার ব্যাপী মহাসড়কের নির্মাণ কাজ উদ্বোধনকালে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস একথা বলেছেন। রোববার সড়ক ও জনপথ বিভাগের আযোজনে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়ায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা, উপ-বিভাগীয় প্রকৌশলী ইলিয়াস পারভেজ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগাঠনিক সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, শরীফ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by