রাজশাহী

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৩:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার সকালে  জয়পুরহাটের পুরানপৈল রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহী যাচ্ছিল। বাসটি জয়পুরহাট থেকে হিলি যাচ্ছিল। সকাল ৬টা ৫৫ মিনিটে ট্রেনটি পুরানপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ক্রসিংয়ের গেট খোলা থাকায় বাসটি রেললাইনে উঠে পড়ে। এতেই সংঘর্ষ হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে রেল রোগাযোগ স্বাভাবিক হবে।

Powered by