রংপুর

উলিপুরে প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২৪ , ৩:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম দান প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অবহিতকরণ সভায় সুশীলন প্রজেক্ট ম্যানেজার আবু হাসানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, আরডিআরএস সাড়াদান জেলা সমন্বয়কারী জুলফিকার আলী হানিফ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায়, সুশীলন ও আরডিআরএস এর বাস্তবায়নে বন্যার আগাম ৬ হাজার ৫’শ জন সুবিধাভোগীকে আর্থিক সুবিধা দেওয়া হবে। সুশীলন প্রজেক্ট উলিপুরের ৪টি ইউনিয়ন ও আরডিআরএস এর আওতায় ৯টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে। 

আরও খবর

Sponsered content

Powered by