দেশজুড়ে

এবার কুমিল্লা জেলা লকডাউন, আইন অমান্য করলেই শাস্তি

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২০ , ৭:০৫:৫৯ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলাকে লক ডাউন ঘোষণা করে গন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় শুক্রবার সকাল ১১ টায় এই সিদ্ধান্তগ্রহন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক, করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান সহ সংশ্লিষ্টরা। এ আদেশের মধ্যে দিয়ে কুমিল্লা জেলা থেকে অন্য জেলায় গমন ও অন্য জেলা থেকে কুমিল্লায় কেউ প্রবেশ করতে পারবে না । উপজেলা গুলোতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকল প্রকার গনপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে । আইন অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য একদিনেই কুমিল্লা দুই শিশুসহ তিন করোনার রোগী শনাক্ত হয়েছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by