খেলাধুলা

এশিয়া কাপ শেষ শাহিন আফ্রিদির

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২২ , ৬:৫৯:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি হাঁটুর ইনজুরিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম তাকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে।

শাহিন আফ্রিদি ডান হাঁটুর ইনজুরিতে ভুগছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। নেদারল্যান্ডস সফরে যাওয়া দলের সঙ্গে ছিলেন এই ক্রিকেটার। যাতে তার পুর্নবাসন প্রক্রিয়া দ্রুত হয়। কিন্তু ২৮ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু হওয়া টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি

পিসিবি আশা করছে, বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ফিরবেন আফ্রিদি, ‘সে খুবই হতাশ। তবে সাহসী ছেলে, যে তার দেশের জন্য আরও শক্তিশালী হয়ে ফিরতে চায়। রোটারডামে তার ইনজুরির ভালো উন্নতি হয়েছে। তবে আরও সময় দরকার তার। আশা করা হচ্ছে, অক্টোবরে মাঠে ফিরতে পারবে আফ্রিদি।’

গত বছরের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন শাহিন শাহ। তিন ফরম্যাটে পাকিস্তানের সেরা পেসার তিনি। বাবর আজমের পরে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারও ২২ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার। এশিয়া কাপে তাকে না পাওয়া পাকিস্তানের জন্য বড় ক্ষতি। তিনি দেশের হয়ে ৪০ টি-২০ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by