দেশজুড়ে

এসি ল্যান্ডের অভিযানে হালদা নদী হতে ১০০০ মিটার জাল জব্দ

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৭:২১:২৬ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হয়তো কয়েক দিন পরে হালদা নদীতে ডিম ছাড়বে মা মাছ। ঠিক এ সময়ে এসেও থেমে নেই এক শ্রেণির অসাধু জেলে সম্প্রদায়ের মা মাছ শিকারের চেষ্টা। কখনো বিষ প্রয়োগ করে আবার কখনো ভাসামান জাল বসিয়ে মাছ শিকার করছে এ স্বার্থন্বেষী চক্র। যদিও বা হালদা নিয়ে বেশ সজাগ হাটহাজারী প্রশাসন।

প্রতিদিনই হালদা পাড়ে চলছে প্রশাসনের অভিযান। অভিযানের পাশাপাশি হালদা নদীতে মাছ না ধরার শর্তে জেলেদের ত্রাণ সামগ্রীও প্রদান করছেন উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময় হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নের হালদা পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

এ সময় হালদা নদী হতে ১০০০ মিটার ঘেরাও জাল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশ বাহিনীর সদস্য এবং গুমান মর্দন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকালও ছিপাতলী ইউনিয়নের আলেমের কুম এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ১৫০০ মিটার জাল জব্দ করে।

এ ব্যাপারে হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ সাংবাদিকদের জানান, হালদায় মা মাছের অবাধ বিচরণ ধরে রাখতে হালদা পাড়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by