দেশজুড়ে

কক্সবাজারে টানা তিন দিন পর ১১ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ৬:২৮:৪৬ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টানা তিন দিন পর মঙ্গলবার ( ৫ মে) ১৮৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকী ১৭৩ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

পজেটিভের মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের একজন কনসালটেন্ট রয়েছেন। পজেটিভদের মধ্যে চকরিয়ায় ৯ জন, কক্সবাজার সদর হাসপাতালে ১ জন এবং পেকুয়াতে ১ জন। কক্সবাজারে মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫০ জন। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়াতে ৬ জন, চকরিয়াতে ১৬ জন, সদর উপজেলায় ৭ জন, পেকুয়া উপজেলায় ৩ জন এবং রামু উপজেলায় ৩ জন। জেলার কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।

উল্লেখ্য, রামুর ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও খবর

Sponsered content

Powered by