দেশজুড়ে

কয়রায় ক্ষমতা দেখিয়ে ফল গাছসহ অন্য গাছের মুলধড় কর্তনের অভিযোগ

  প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ৩:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছা উপজেলার পাশবর্তি কয়রার  হাতিয়ার ডাঙ্গা গ্রামে অজিৎ সানা পেশি শক্তি খাটিয়ে  প্রতিপক্ষ সমিরন সানার ২০বছর বয়সের  ফলন্ত আমগাছ সহ অন্য অন্য গাছের মুলধড় কেঁটে দেওয়ার  অভিযোগ উঠেছে। প্রাপ্ত অভিযোগে জানা যায় , কয়রার হাতিয়ার ডাঙ্গা গ্রামের মৃত্যু নগেন্দ্রনাথ সানার ছেলে অজিত গংরা স্থানীয় ক্ষমতার প্রভাব ও পেশি শক্তি খাটিয়ে একই গ্রামের আশুতোষ সানা ছেলে সমিরন সানার পরিবারের উপর বিভিন্ন সময় মারপিট হুমকি সহ বিভিন্ন ক্ষতি সাধন করে আসছে।পূর্ব শত্রুতার  জের ধরে গত কাল সকালে অজিৎ সানা( ৫০), হীমুন সানা (২৫)মেঘনার্থ (২৮) সমিরন সানা কে না জানিয়ে তার বসতবাড়ির  ফলন্ত আম গাছসহ অন্য গাছের মুল ধড় জোর করে কেটে দিয়েছে বলে জানান সমিরন সানা।এব্যপারে  সমিরনের স্ত্রী অন্জু  রানী সানা বলেন, আমার স্বামী বাড়িতে না থাকায় অজিৎ সানা উপস্থিত থেকে তার ছেলে দিয়ে আমাদের ফলন্ত আমগাছ সহ অন্য গাছ কাটতে থাকলে আমি বাঁধা দেয়।তারা আমাকে মারপিট  করার উদ্যোক্ত হয়। আমি বার বার অনুরোধ করলে তারা আমার অনুরোধ না মেনে গাছ কেটে ক্ষতি করে।অজিত গংরা আমাদের প্রায় সময় বিভিন্ন ক্ষতিসাধন করে থাকে, আমি তাদের সঠিক বিচারের দাবি জানাই প্রশাসনের নিকট।অজিত সানা কাছে জানতে চাইলে তিনি বলেন সমিরোন সানার বাড়ির সীমানায় আমার বিলান জমি রয়েছে, আমন ধানের সময় তার আমগাছ সহ অন্য  গাছের পাতা পড়ে ধান নষ্ট হয়।তাকে বার বার বললে তিনি গাছ কাঁটে না।তাই আমি গাছের ডাল কেটে দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য স্বপন  সরদার বলেন  গাছের ধড় ওডালপালা কাটার ঘটনা শুনেছি। উভয় পক্ষকে সোমবার সকালে সরেজমিনে যেয়ে বিরোধ সমাধান করার চেষ্টা করব।

আরও খবর

Sponsered content

Powered by