আন্তর্জাতিক

৩১ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করলো কুয়েত

  প্রতিনিধি ২ আগস্ট ২০২০ , ১:৪৪:০১ প্রিন্ট সংস্করণ

বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা আরও বাড়িয়েছে কুয়েত। নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা ৭ থেকে বাড়িয়ে ৩১-এ উন্নীত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। খবর আরব নিউজ ও আলজাজিরার।

শুক্রবার (১ আগস্ট) কুয়েতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালকের তরফ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, করোনার সংক্রমণ ঠেকাতে এবার নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা করা হয়েছে।
এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশ ছিল- বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান ও নেপাল। নতুন তালিকায় নিষেধাজ্ঞার আওতায় পড়া ৩১টি দেশ হলো- বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপাইনস, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক ও কসোভো।
এদিকে গত সপ্তায় বাংলাদেশ বিমানের তরফ থেকে এক বার্তায় বলা হয়েছিল আগস্ট থেকেই কুয়েতে সপ্তায় একদিন ঢাকা-কুয়েত-ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু হবে। তবে আগস্টের প্রথম দিনেই কুয়েত সরকারের তরফ থেকে এমন ঘোষণা এলো। এসব দেশ করোনাভাইরাসে উচ্চ ঝুঁকিতে রয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়েতে ৬৭ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত এই মহামারিতে ৪০০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের অন্যতম শ্রমবাজার কুয়েত। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ছোট আয়তনের দেশটির মোট জনসংখ্যার মাত্র ৩০ শতাংশ স্থানীয় নাগরিক এবং ৭০ শতাংশই অভিবাসী।

আরও খবর

Sponsered content

Powered by