আন্তর্জাতিক

করোনা থেকে সুস্থ ৪৭ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ১:০৮:১৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৯ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৭ লাখ ৯ হাজার ৮৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনার সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৯ লাখ ৭২ হাজার ৯৪১ জন, ব্রাজিলে পাঁচ লাখ ৪৩ হাজার ১৮৬, রাশিয়ায় তিন লাখ ৩৪ হাজার ৫৯২, ভারতে দুই লাখ ২৮ হাজার ১৮১, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮, ইতালিতে এক লাখ ৮২ হাজার ৪৫৩, জার্মানিতে এক লাখ ৭৪ হাজার ৭০০,  চিলিতে এক লাখ ৫৬ হাজার ২৩২, ইরানে এক লাখ ৬১ হাজার ৩৮৪, তুরস্কে এক লাখ ৫৮ হাজার ১২৮, পেরুতে এক লাখ ৩৮ হাজার ৭৬৩, মেক্সিকোতে এক লাখ ৩১ হাজার ৬৮৬, সৌদি আরবে ৯৮ হাজার ৯১৭, চীনের মূল ভূখন্ডে ৭৮ হাজার ৪১০ ও ফ্রান্সে ৭৪ হাজার ৩১২ জন।

এ ছাড়া কানাডায় ৬৩ হাজার ৪৮৮ জন, বাংলাদেশে ৪৩ হাজার ৯৯৩, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৯০০,  বেলজিয়ামে ১৬ হাজার ৭৭১, অস্ট্রিয়ায় ১৬ হাজার ১৭৫,  দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৮৬৮, মালয়েশিয়ায় আট হাজার ১৪৬ ও অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৮৮১ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে চার লাখ ৬৬ হাজার ৭১৮ রোগী মারা গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)।

আরও খবর

Sponsered content

Powered by