রাজশাহী

কাহালুতে ৭৭টি গৃহহীন পরিবার পাচ্ছেন বাসগৃহ

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৫:১৩:৩৪ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার কাহালু উপজেলায় ৭৭টি গৃহহীন পরিবার পাচ্ছে দুর্যোগ সহনীয় বাসগৃহ। বাসগৃহগুলো নির্মাণের কাজ চলছে পুরোদমে। কিছু কিছু নির্মাণাধীন বাসগৃহে চলছে প্লাষ্টার ও রং। প্রতিনিয়ত ৭৭টি গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন কাজ সার্বক্ষণিক তদারকি করছেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কাহালু উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে এসব বাসগৃহ। স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অসহায় গৃহহীন পরিবারগুলোর। স্ত্রী, সন্তান নিয়ে যারা খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘদিন যাবত বসবাস করেছেন। শেখ হাসিনার উপহারের এই বাসগৃহ পেয়ে বদলে যাবে গৃহহীন পরিবার গুলোর জীবন যাত্রার মান। কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে ২৩টি, দূর্গাপুর ইউনিয়নে ১৬টি, নারহট্র ইউনিয়নে ১৫টি, কালাই ইউনিয়নে ১২টি জামগ্রাম ইউনিয়নে ৬টি ও মালঞ্চা ইউনিয়নে ৫টি সহ মোট ৭৭টি বাসগৃহ সরকারি খাস জায়গায় উপর নির্মাণ চলছে পুরোদমে। এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের প্রকৃত অসহায় মানুষদের চিহিৃত করে তাদেরকে বাসগৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। বাসগৃহ নির্মাণ কাজ আমি নিজে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তদারকী করছি। তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে এই বাসগৃহগুলো গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by