দেশজুড়ে

কুশিয়ারা নদীতে ধরা পড়ছে দেড় মণ ওজনের বাঘাইড় মাছ

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৭:১৩:১৩ প্রিন্ট সংস্করণ

সিলেট ব্যুরো :

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ধরা পড়ছে প্রায় দেড় মণ ওজনের বাঘাইড় মাছ। গতকাল রবিবার এ মাছটি তোলা হয়েছে সিলেট নগরের বন্দরবাজারস্থ লালবাজারে।

আজ সোমবার সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে। মাছটি বিক্রি করে লাখ টাকার উপরে পাওয়ার আশা করছেন মাছ বিক্রেতা। লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, মাছটি একসাথে কিনে নেওয়ার মতো ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম।

 

তাই সোমবার সকাল ১০টায় কেজি হিসেবে মাছটি কেটে বিক্রি করা হবে। এরআগেও লালবাজারে বিশালাকার বাঘাইড় কেটে কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি কেজি মাছ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি হয়।

 

উল্লেখ্য, প্রতি বছর সিলেটের কুশিয়ারা নদীতে জেলেদের জালে বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নগরের এনে লালবাজারে কেটে কেজি দরে বিক্রি করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by