খুলনা

কুষ্টিয়ায় ভেজাল হারপিক তৈরির কারখানা আবিষ্কার

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৫:০৩:০০ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়ায় ভেজাল হারপিকসহ বিভিন্ন পণ্য তৈরির কারখানা আবিষ্কার করেছে প্রশাসন। ভেজাল হারপিকসহ বিভিন্ন তৈরি করায় ২ কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে র‌্যাাব-১২ কুষ্টিয়ার সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. মোস্তাফিজুর রহমান ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বাড়াদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহারকারী একটি কারখানা থেকে ভেজাল পণ্য, হারপিক, গ্লাস ক্লিনার, টাইলস ক্লিনার, সিগারেটসহ আরও অনেক পণ্য জব্দ করা হয়। কারখানাটি মিসফলা কনজুমার নামে বিভিন্ন ভেজাল পণ্য বাজারে বিক্রি করে আসছিল ।

 

এছাড়া পাশেই জুগিয়া কদমতলা মোড়ে আরেকটি কারখানায় বেঙ্গল কসমেটিকসের নাম ব্যবহার করে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। এ কারণে মিসফলা কনজুমারের মালিককে ২ লাখ টাকা ও বেঙ্গল কসমেটিকসের নাম ব্যবহার করায় ওই কারখানার মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কুষ্টিয়া জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও খবর

Sponsered content

Powered by