ময়মনসিংহ

কেন্দুয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অধ্যক্ষ কারাগারে

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৪:০৭:২১ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ঃ নেত্রকোণার কেন্দুয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে নেত্রকোণা সেশানজট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।

সুত্র জানায়, গত ১৮ জুলাই রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে উপবৃত্তির ফরমে স্বাক্ষর নেয়ার জন্যে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার শয়নরুমে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান। এসময় মেয়েটি ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে মেয়েটিকে উদ্ধার করেন। পরে ওই নির্যাতিত মেয়েটির মা শিপন আক্তার বাদী হয়ে অধ্যক্ষ সাইদুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা অভিযোগ এনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।

পরে অধ্যক্ষ সাইদুর রহমান গত ১৮ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের জন্যে আবেদন করলে হাইকোর্টে নির্দেশে নেত্রকোণা সেশানজট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার গভণিং বডির সভাপতি ও নেত্রকোণা বারের আইনজীবি এপিপি এডভোকেট নুরুল আলম।

আরও খবর

Sponsered content

Powered by