ময়মনসিংহ

কেন্দুয়ায় শীর্ষ দুই ইয়াবা কারবারী গ্রেপ্তার

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৮:০৩:৪৯ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ দুই ইয়াবা কারবারীকে গ্রেপ্তার করেছে। রোববার গভীর রাতে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মহল্লায় বিক্রয়কালে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এসময় আরো কয়েকজন পালিয়েছে বলে জানায় পুলিশ। ধৃত ইয়াবা কারবারীরা হলো পৌর শহরের কান্দিউড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আশরাফুল আলম বিপুল (৩৫)। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় আরো ৭টি মাদক মামলা রয়েছে। অপর আসামী হলো পৌর শহরের কমলপুর গ্রামের রহুল আমীনের পুত্র উৎফল মিয়া (৩৬)। তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে জানা গেছে। ধৃত ইয়াবা কারবারীদের কেন্দুয়া থানার এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে মাদকদব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করেছেন। এই মামলায় আরো কয়েকজনকে আসামী করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের সাথে বিপুল পরিমাণ বিকাশ লেনদেনের একটি ডুকুমেন্ট পেয়েছেন বলে জানায় পুলিশ। কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ইয়াবা কারবারীদের গ্রেপ্তার করার সময় তাদের কাছে বিকাশে লেনদেন করার কিছু ডুকুমেন্ট পাওয়া গেছে। এইগুলো তথ্য যাচাই-বাচাই করা হচ্ছে। এই মামলায় আটক হওয়া দুইজন আরো কয়েকজনকে আসামী করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by