চট্টগ্রাম

কোতোয়ালীতে তিন ছিনতাইকারী গ্রেফতার

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ৫:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ

কোতোয়ালীতে তিন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া তিন ছিনতাইকারী হলেন মোঃ রাসেল (২৭), মোঃ শরীফ (২৮) ও মোঃ সুমন (২৫)। সোমবার (৪ ডিসেম্বর) রাত ৯টার সময় বাকলিয়ার নয়া মসজিদ ও চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান, গত ৩ ডিসেম্বর রাত সোয়া ৯টায় উম্মে হাবীবা জুলি নামে এক নারী সিএনজি অটোরিক্সাযোগে তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। আন্দরকিল্লা মোড়ে তিনি জ্যামে আটকা পড়েন। এসময় তিন ব্যক্তি গাড়ির সামনে এসে তাকে ভয় দেখিয়ে দরজা খুলতে বলেন। তিনি না খুললে তারা পিছনের থ্রিপল কেটে তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

যার মধ্যে ২৫ হাজার টাকা, ৭টি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ২টি মোবাইল ফোন ছিল। গতকাল রাতে বাকলিয়ার নয়া মসজিদ ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে খাজা রোড এলাকা থেকে ছিনতাইকরা মালামাল উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by