চট্টগ্রাম

ক্যাম্পাস খোলার দাবিতে আজও আন্দোলনে কুবির শিক্ষার্থীরা

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৪:১০:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ক্যাম্পাস খোলার দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষার অধিকার ফেরত চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘অনলাইন শিক্ষা মানি না’, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’, ‘দাবী মোদের একটাই শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না মানব না’, ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিযে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর আশ্বস্ত করেছেন সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রকটর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আশা করছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজকে (মঙ্গলবার) মিটিংয়ে পজিটিভ সিদ্ধান্ত আসবে। তোমরা আজকের মিটিং পর্যন্ত অপেক্ষা কর। যদি তোমরা আশাহত হও তাহলে তোমরা আন্দোলনে যেও। কিন্তু ঘোষণা আসা পর্যন্ত তোমরা ধৈর্য ধর। বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে আমরাও স্বস্তিতে নেই। বরং ক্লাস-পরীক্ষা নিতে পারলে আমাদের ভালো লাগবে। তোমরা অপেক্ষা কর।’

আরও খবর

Sponsered content

Powered by