রংপুর

খানসামায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে হাঁস-মুরগী খামার সংক্রান্ত ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলারর খানসামা ডিগ্রি কলেজ হলরুমে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কলোনী পাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর বাস্তবায়নে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।

উইম্যান্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও কলোনী পাড়া নারী উন্নয়ন সমিতির সভাপতি জান্নাতুস সাফা শাহীনুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, কানিজ ফাহমিদা মহিলা সমাজ উন্নয়ন সমিতির সভানেত্রী কানিজ ফাহমিদা, প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by