দেশজুড়ে

গফরগাঁওয়ে সরকারী খালে বাঁধ ও হামলার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৭:৫৪:০০ প্রিন্ট সংস্করণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী মধ্য পাড়ায় সরকারী খালে বাঁধ হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকশ নারী পুরুষ। শনিবার বেলা ১১টায় বিসারটেক বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন থেকে হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দোলনা বিলের সরকারি খাল ভরাট হলে দোলনা, দেওনা মান্না কুড়ি বিল সহ /১০টি বিলের পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং হাজার একর ফসলের ক্ষেত কৃষি কাজের অনুপযোগী হয়ে উঠবে। উক্ত বিলে বাঁধের অবস্থায় গত জুন এলাকার নিরীহ, প্রান্তিক কৃষক নিজেদের দখলসত্ত্বের দোলনা বিলের সরকারি খালের বাঁধ কাটতে গেলে ইসলাম উছমানসহ নিরীহ কৃষক গ্রামবাসীর উপর ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলায় কৃষক জিয়াউল হক, ফরিদ মিয়া, সজিব, হানিফ, মুনতারিন, রনি আকন্দ মারাত্মক আহত মাথায় জখমপ্রাপ্ত হন।

মানববন্ধনে ময়মনসিংহ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের গবেষক কবি অধ্যাপক সোহেল মাজহার তাঁর বক্তব্যে দোলনা বিলের নিরীহ কৃষকের উপর হামলার প্রতিবাদ করেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি সোহরাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুলতান প্রধান, মুক্তিযোদ্ধা সন্তান সাবেক সেনা সদস্য ফরিদ মিয়া, যুগ্নসাধারণ সম্পাদক, সাংবাদিক আশিক মোস্তফা, কৃষক নুরুল ইসলাম নুরু, ছাত্রলীগ নেতা শাকিল প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য, নিগুয়ারী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন আহবায়ক আঃ রহিম মৃধা। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাসী অবৈধভাবে বিল দখলকারী ইসলাম উছমান গংদের বারবার সামাজিকভাবে নিষেধ করা হয়। নিষেধ উপেক্ষা করে দোলনা বিলে জোরপূর্বক মাছচাষ, সরকারি খাল বন্ধের অপচেষ্টার অংশ হিসেবে নিরীহ ১০ জন কৃষক গ্রামবাসীকে ধারালো রাম দা, ছল, বল্লম দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে নির্মমভাবে আহত করে।

 

আরও খবর

Sponsered content

Powered by