দেশজুড়ে

‘গরিব ও হতদরিদ্র মানুষ নির্ণয় করে ভিজিএফ বিতরণ করছি’

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:২২:৫৯ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আছিম পাটুলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরিব ও হত দরিদ্র মানুষ নির্ণয় করে ভিজিএফ এর চাউল বিতরণ করছি। আমার ইউনিয়নের কোন গরিব মানুষ যেন ঈদ আনন্দ থেকে বি ত হবে না। কেউ যদি ভিজিএফ থেকে বি ত হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করলে তার ব্যবস্থা করা হবে। সবাই লাইনে দাড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে চাউল গ্রহণ করছে। আমার ইউনিয়ন পরিষদের এক কিলোমিটারের মধ্যে কোন কালোবাজারি চাউল কিনতে পারবে না। এ বিষয়ে মাইকিং করা হয়েছে। শুক্রবার প্রথমদিন ভিজিএফ বিতরণকালে সাংবাদিকদের সাথে আলাপ-চারিতায় ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান এ সব কথা বলেন। এ সময় টেক অফিসার ও পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা তপতোষ কর, ইউনিয়ন আ’লীগ ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৬ হাজার ৯২৫জন কার্ডধারীর মাঝে ১০ কেজি করে রোববার পর্যন্ত ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম চলবে।

আরও খবর

Sponsered content

Powered by