আন্তর্জাতিক

গাজায় আরও ৫ ইসরায়েলি সৈন্য নিহত

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ৮:১৪:৫১ প্রিন্ট সংস্করণ

গাজায় আরও ৫ ইসরায়েলি সৈন্য নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলের আরও পাঁচ সৈন্য নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে গাজায় স্থল অভিযানের সময় এই পাঁচ সৈন্যের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনীর বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ বলছে, উত্তর গাজার বেইত হ্যানোনের একটি সুরঙ্গে ইসরায়েলি চার সৈন্য নিহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ের সময় অপর এক সেনা নিহত হয়েছেন।

এ নিয়ে গত ২৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত হামাসের যোদ্ধাদের সাথে সংঘর্ষে ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। 

গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে প্রচণ্ড লড়াইয়ের মুখোমুখি হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে হাসপাতাল, বাসস্থান এবং উপাসনালয়সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থাপনায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু ও ৩ হাজার ২৭ জন নারী রয়েছে।

আর হামাসের হামলায় ইসরায়েলিদের প্রাণহানি এক হাজার ২০০ জনে পৌঁছেছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

সূত্র: আনাদোলু।

আরও খবর

Sponsered content

Powered by