চট্টগ্রাম

পূর্ণিমায় কুতুবদিয়া উপক‚ল এলাকা প্লাবিত

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৭:৪৪:২০ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপক‚লের নি¤œা ল পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার পূর্ণিমার সময় বৈরী আবহাওয়ার ফলে সাগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪/৫ ফুট পানির উচুতে বৃদ্ধি পেলে কুতুবদিয়া উপক‚লের ভাঙন বাঁধ এলাকায় জোয়ার লোকালয়ে ডুকে পড়ে। ফলে উপক‚লের নি¤œা লের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। প্লাবণ এলাকায় বসতঘর, পুকুর, ফসলি জমিতে পানি বৃদ্ধি পায়। কুতুবদিয়া উপক‚লের ৭১ পোল্ডারের উত্তর ধুরুং ইউনিয়নের পূর্বচর ধুরুং, পশ্চিম চর ধুরুং, মেয়ারাকাটা, ফয়জানিরবাপের পাড়া, আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়া, পূর্ব আলী আকবর ডেইল, আনিচের ডেইল, বায়ুবিদ্যুৎ এলাকায় বেড়িবাঁধ ভাঙা থাকায় এসব এলাকা জোয়ারে প্লাবিত হয়। খবর পেয়ে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফরিদুল ইসলাম চৌধূরী, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধূরীসহ স্থানীয় লোকজন নিয়ে উত্তর ধুরুং জোয়ারে প্লাবিত এলাকা পরিদর্শন করেন। পাউবো কর্তৃপক্ষ ও ঠিকাদারকে আগামী অমাবশ্যার জোয়ারের পূর্বে ভাঙ্গন বাঁধ মেরামত করার জন্য অনুরোধ জানান। আলী ইকবর ডেইল ইউনিয়নের সাইটপাড়া, আনিচের ডেইল, কাহারপাড়া, বায়ুবিদ্যুৎ এলাকা প্লাবিত হয়েছে বলে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা বি.কম জানান।

আরও খবর

Sponsered content

Powered by