ঢাকা

গোপালগঞ্জে বিজ্ঞ বিচারক ও বেঞ্চ সহকারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিস্পত্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৩ , ৬:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক ও সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস-এর আয়োজনে রোববার (২২ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

সেমিনারে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।

লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধ (এডিআর) নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আদালতের বিজ্ঞ বিচারক ও সহযোগী কর্মচারীদের ভূমিকা রাখার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার।

মামলার জট নিরসনে বিজ্ঞ বিচারকদের কি ভূমিকা নেওয়া উচিত সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া।

মামলার জট নিরসনে বিকল্প বিরোধ (এডিআর) নিষ্পত্তির গুরুত্ব আরোপ করে বিভিন্ন তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু ইব্রাহিম।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. নিয়াজ মাহমুদের সঞ্চালনায় এসময় গোপালগঞ্জ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা, বেঞ্চ সহকারী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশ নেওয়া বিজ্ঞ বিচারকগণ সকলকে পরকালের চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে বিচারপ্রার্থীদেরকে দ্রুত ন্যায়বিচার প্রদানের তাগিদে প্রচলিত ধারার বাইরে গিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ে ধাবিত করার চেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। এতে বাদী-বিবাদী উভয় পক্ষই যে লাভবান হয় সে বিষয়েও জানানোর তাগিদ দেন।

আরও খবর

Sponsered content

Powered by