ঢাকা

গোপালগঞ্জে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১ , ৬:৩৮:১০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 
গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় -এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে  করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় বিগত কয়েক মাস যাবৎ অনলাইন পার্ট প্লাটফর্মে মাসিক উন্নয়ন সমন্বয় সভার কার্যক্রম পরিচালিত হয়ে এসেছে।
সোমবার (২৩ আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা আগস্ট -২০২১ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা সুজাত আহমেদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল ফারুকী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ, জেলা রেজিস্ট্রার এ কে এম রফিকুল কাদির, সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস এক্সাইজ ও ভ্যাট) সুবর্ণা মৌসুমী, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,  জেলা সমাজসেবা অধিদপ্ততরে উপ-পরিচালক মোঃ হারুন-অর- রশীদ ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, জেলা আহরণ ও ব্যয়ন কর্মকর্তার কার্যালয় (জেলা খাদ্য নিয়ন্ত্রক) শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by