রংপুর

গোবিন্দগঞ্জে চিনিকল চালুর দাবিতে অনশন

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২১ , ৮:৩৮:২৪ প্রিন্ট সংস্করণ

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুরে গাইবান্ধার রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালণ করেছে আখচাষি, চিনিকল শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয়।

চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উক্ত অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিলনকান্তি সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জাসদের সভাপতি সেকেন্দার আলী, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, আখচাষি কল্যাণ ফেডারেশনের নেতা জিন্নাত আলী প্রধান, আতোয়ার হোসেন নান্নু, মুকুল হোসেন, জহুরুল ইসলাম, লুৎফর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেলা ১১ থেকে শুরু হওয়া উক্ত অনশন কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর নেতৃবৃন্দকে শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান প্রবীণ আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান।

 

আরও খবর

Sponsered content

Powered by