দেশজুড়ে

গৌরীপুরে শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৫:৪১:০৮ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারিরীক বিকাশে ময়মনসিংহের গৌরীপুরে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় স্থানীয় ১১টি কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ পাবলিক হলে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দের সভাপতিত্বে একাডেমিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আত্মরক্ষার কলা-কৌশল শিখানোর পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, ধৈর্যশীলতা ইত্যাদির শিক্ষা দিয়ে একজন মানুষকে সব দিক থেকে এগিয়ে নিতে সাহায্য করে কারাতে। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগী হবার পাশাপাশি কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরামর্শ দেন।

আরও খবর

Sponsered content

Powered by