রংপুর

ঘোড়াঘাটে ৫৬৭ ভূমিহীন পরিবার পাচ্ছেন আশ্রয়

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৫:১০:০৭ প্রিন্ট সংস্করণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা গৃহহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রথম পর্যায় ৫৬৭জন ভূমিহীন পরিবার জমি ও ঘর পাচ্ছেন। ভূমির দলিলসহ নতুন ঘর দুইরুম বিশিষ্ট আগামীকাল উদ্বোধন শেষে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউর আলম এ এলাকার ভূমিহীনদের মাঝে দলিলসহ সমুদয় কাগজপত্র তাদের হাতে তুলে দিবেন। এ উপজেলায় প্রথম পর্যায় গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন ঘোড়াঘাট ৪নং ইউপির বানিয়াল মৌজার ১৪৪টি পরিবার। এর মধ্যে দৃশ্যমান হয়েছে ১১টি ঘর। ৩নং শিংড়া ইউপিতে ১২০টি পরিবার, ১নং বুলাকিপুর ইউপিতে ৯২টি পরিবার, ২নং পালশা ইউপিতে ২২১টি পরিবার এবং কশিগাড়ী মৌজায় ৬টি পরিবার, চিয়ারগাঁও মৌজার মাখন পুকুর এলাকায় ৪৫টি পরিবার, তার মধ্যে দৃশ্যমান ২৬টি ঘর। উচিতপুর মৌজায় ১৯টি পরিবার, আবিরেরপাড়া গ্রামে ১৮টি পরিবার এবং আব্দুল্যাপাড়ায় ৪৮টি গৃহহীন পরিবার ভূমির দলিলসহ ঘর পাচ্ছেন। এ নিয়ে প্রথম পর্যায় ৫৬৭টি গৃহহীন পরিবারকে ভূমির দলিলসহ ঘরের কাগজপত্রাদি হাতে তুলে দিবেন।

 

আরও খবর

Sponsered content

Powered by