চট্টগ্রাম

চট্টগ্রামের সমুদ্র ও বিমান উভয় বন্দর ফিরেছে কার্যক্রমে

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৭:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

ঘূর্ণিঝড় মোখার পরদিন থেকেই চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বিমান বন্দর ফিরেছে তাদের নিজস্ব গতিতে। পুরোদমে দুই বন্দরেই চালু হয়েছে অপারেশনাল কার্যক্রম । সোমবার (১৫ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে এবং চট্টগ্রাম বন্দরে সরিয়ে নেয়া জাহাজগুলো আবারও জেটিতে ভেড়ানো হয়েছে।

শনিবার (১৩ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে সকল প্রকার ফ্লাইট ওঠানামা বন্ধ করেছিলো কর্তৃপক্ষ। সোমবার থেকে সে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় কার্যক্রম চালু করেছে কর্তৃপক্ষ। ঠিক একইভাবে সকাল থেকে চট্টগ্রাম বন্দরে কাজ পুরোপুরি চালু হচ্ছে বলে জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, বন্দরের জেটিতে আনার জন্য ২৪টি জাহাজের তালিকা করা হয়েছে। বন্দরের নিজস্ব পাইলটদের তত্ত্বাবধানে ভোর সাড়ে চারটার জোয়ারের সময় এসব জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে আনা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by