চট্টগ্রাম

চট্টগ্রামে অভিযানে উচ্ছেদ হলো ১০ পশুর হাট

  প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৭:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

আসন্ন কোরবানকে সামনে রেখে সড়ক ও জনবহুল জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ১০টি পশুর হাট উচ্ছেদ করেছে চসিক। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাগরিকা বাজার ও তার আশপাশ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

অভিযানে প্রায় ১০টি অবৈধ পশু বাজারকে সতর্ক করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের আওতাধীন বাজারের কাছে কোন পশুর হাট বসানো যাবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সড়কে যত্রতত্র পশুর হাট বসিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করা যাবে না। চসিকের অনুমতি ছাড়া কেউ হাট বসাতে চাইলে তা করতে দেয়া হবে না। কোরবান পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

আরও খবর

Sponsered content

Powered by