চট্টগ্রাম

চট্টগ্রামে এবার বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৬:৩৯:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। সোমবার (১০ জুলাই) আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়, যা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

উদ্বোধনকালে চসিক মেয়র বলেন, অর্থাভাবে যাতে ডেঙ্গু পরীক্ষা বিঘিœত না হয় সেজন্য বিনামূল্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি জনগনকে সচেতন হতে হবে। সচেতনতাই সুস্থতার প্রধান নিয়ামক। মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম অব্যাহত রয়েছে। আতঙ্কিত না হয়ে যথাযথ চিকিৎসা নিলে ডেঙ্গু থেকে পরিত্রাণ মিলবে বলেও তিনি অভিমত দেন।

এস চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আক্তার চৌধুরী, চসিকের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারী, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by