চট্টগ্রাম

চট্টগ্রামে ক্লিনিক হাসপাতাল বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগ

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৪ , ৬:২৭:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ক্লিনিক হাসপাতাল বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগ

চট্টগ্রামে দুইজন চিকিৎসককে মেরে আহত করার ঘটনায় এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার ভোর ৬ টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত নিজস্ব চেম্বারে কোন ধরনের রোগী না দেখার ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

সরেজমিনে নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, বেসরকারি হাসপাতালগুলোর সামনে ঝুলছে ব্যানার তাতে লিখা আছে, “সকল প্রকার সেবা বন্ধ রয়েছে।“

জানা যায়, গত ১১ এপ্রিল পটিয়া উপজেলার পটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রক্তিম দাশকে হাসপাতালেই পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগ এনে ডা. রক্তিমকে পেটান আহত রোগীর স্বজনরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন রক্তিম। অন্যদিকে পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) নগরীর বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে এনে হামলার শিকার হন হাসপাতালটির দায়িত্বরত চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন শিবলু। বর্তমানে এই চিকিৎসকও চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছেন।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে মঙ্গলবারের পর আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করবো। যদি এরমধ্যে আমাদের দাবি পূরণ হয়ে যায় তাহলে কর্মসূচি প্রত্যাহার করবো কিনা সিদ্ধান্ত নিবো।

আরও খবর

Sponsered content

Powered by