দেশজুড়ে

চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে পথসভা ও প্রচারপত্র বিলি

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৫:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

Dengu
ডেঙ্গু নিয়ে সতর্কতকামূলক প্রচারণা

ডেঙ্গু মোকোবেলায় নগরবাসীকে সচেতন করতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি বার্তা নিয়ে নগরীর পশ্চিম বাকলিয়ার ১৭ নং ওয়ার্ডে পথসভা ও প্রচারপত্র বিলি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও রেড ক্রিসেন্ট।

চসিকের পক্ষে কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম। এসময় তিনি রেড ক্রিসেন্ট ও আরবান ভলান্টেয়ারদের নিয়ে এলাকার অধিবাসীদের মাঝে ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সম্বলিত প্রচারপত্র বিলি করেন।


পশ্চিম বাকলিয়ার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে ৫০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিভাগের পাশাপাশি অন্যান্য সিটি কর্পোরেশনের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনও সরকার নির্ধারিত ফি ৫০ টাকার বিনিময়ে সদরঘাটস্থ জেনারেল হাসপাতালে রোগীদের পরীক্ষার ব্যবস্থা করেছে। এলাকাবাসীর প্রতি আহ্বান আপনারা আপনাদের
চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণাধীন ভবনের ছাদ, রেফ্রিজারেটর, ডাবের খোসা, ফুলের টবে পনি জমতে দিবেন না। এতে এডিস মশার লার্ভা বংশ বিস্তার করে। তাছাড়া স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে বাসায় দিনে ঘুমাবার সময়
মশারি টাঙাবেন।


এসময় তিনি এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজনে কোন সহায়তা লাগলে তাঁর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানায়।
এসময় আনোয়ার মেম্বার, এম এ হান্নান, আবদুল হাকিম, আফজাল হোসেন, ইয়াসিন টিপু, নাজিম দেওয়ান, বিপ্লব শর্মা, মাহতাব উদ্দিন টিপু, সড়ক সুপারভাইজার কামাল আহমদ, চসিকের পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার মো. জাবেদ, যুব মহিলা লীগের খাদিজা আক্তার ও রেড ক্রিসেন্ট কর্মীগণ কাউন্সিলরের সাথে ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by