দেশজুড়ে

‘অবৈধ লকডাউন মানি না, মানবো না’ : চট্টগ্রামে ব্যবসায়ীরা রাস্তায়

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ৬:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

 

সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনে দোকান খুলে দেওয়ার দাবিতে নগরী নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

সোমবার (৫ এপ্রিল) তিনটার দিকে নগরীর তামাকুমন্ডি লেইনে হাজারও ব্যবসায়ী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে সমাবেশে যোগ দেন।

 

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতারা। এ সময় তারা ‘অবৈধ লকডাউন মানি না, মানবো না’, ‘এই মুহূর্তে দোকান খুলে দাও, খুলতে হবে’ স্লোগান দেন। লকডাউন তুলে না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।

 

সমাবেশে বক্তব্য দেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সিনিয়র সহ সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক প্রমুখ।

 

এর আগে রোববার (৪ এপ্রিল) শপিংমল ও দোকানপাট নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখার দাবি জানিয়ে চসিক মেয়র, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপি কমিশনার বরাবরে স্মারকলিপি দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার নেতারা।

আরও খবর

Sponsered content

Powered by