রাজশাহী

চলনবিলাঞ্চলে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ৪:৩৫:৫০ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

 

প্রায় দুই সপ্তাহের উষ্ণতার পর গত তিনদিন ধরে স্বরূপে ফিরেছে শীতকাল। প্রকৃতিতে এখন শীতল পরিবেশ। শৈত্যপ্রবাহের কাঁপন ধরিয়েছে জনজীবনে। কথায় বলে, মাঘের শীতে বাঘ পালায়। এমন অবস্থা এখন চাটমোহরসহ চলনবিলাঞ্চলে। শীতের এই দাপট ও শৈত্যপ্রবাহে বিপর্যস্থ জনজীবন। বিশেষ করে দিন-রাত কুয়াশার চাদরে ঢাকা থাকায় ঠান্ডার কারণে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। জবুথুবু হয়ে পড়েছে মানুষ ও পশুপ্রাণী। মাঘের শুরু থেকেই শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। রবিবার দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি। সূর্যের দেখা মেলেনি। অনেক বেশী ঠান্ডা থাকায় খেটে খাওয়া মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডাজনিত কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। চাটমোহর, ভাঙ্গুড়া, তাড়াশ, বড়াইগ্রামসহ চলনবিল অধ্যুষিত এলাকায় অনেক বেশি শীত পড়েছে। অনেক স্থানে আগুন জ¦ালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। মানুষের পাশাপাশি গবাদি পশুরাও কষ্টে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কয়েক দিন ধরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এ অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

আরও খবর

Sponsered content

Powered by