দেশজুড়ে

চসিকে দেশের প্রথম ‘অটো স্যানিটাইজিং চেম্বার’ বসালেন মেয়র

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৬:৪৮:৪১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো: অটো স্যানিটাইজিং চেম্বার নগরীর টাইগার পাসে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর অস্থায়ী কার্যালয়ের সামনে অটো স্যানিটাইজিং চেম্বার বসালেন সিটি মেয়র নাছির উদ্দীনএই স্যানিটাইজিং চেম্বারের ভিতর দাঁড়ালে স্বয়ংক্রিয় স্প্রের মাধ্যমে মাত্র চার সেকেন্ডে নিজেকে জীবাণুমুক্ত করা যাবে

চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র আবু আদনানের নেতৃত্বে ছয় শিক্ষার্থী এই অটো স্প্রে চেম্বারটি তৈরি করেছেনঅটো ডিসইনফেকশান চেম্বারনামের এই স্বয়ংক্রিয় চেম্বারটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার টাকা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সিটি মেয়র নাছির উদ্দীন এই অটো স্যানিটাইজিং চেম্বারটি উদ্বোধন করেছেন

ব্যাপারে সিটি মেয়র নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নানা শ্রেণির লোকজন যাতায়াত করেন এই ক্রান্তি সময়ে যেকোন ভাবেই করোনা ভাইরাস সংক্রমনের সম্ভাবনা রয়েছে তাই কার্যালয়ের প্রবেশ মুখে এই স্যানিটাইজিং স্প্রে চেম্বার বসানো হয়েছে আগত কর্মকর্তাকর্মচারী বা জনসাধারণ এর ভিতর দিয়ে প্রবেশ করে চার মিনিট অবস্থান করলে জীবাণুধ্বংসকারী রাসায়নিক মিশ্রণ স্বয়ংক্রিয় ভাবে স্প্রেয়িং হবে এতে করে শরীরে থাকা করোনা ভাইরাস বা যেকোন ধরণের জীবাণু ধ্বংস হয়ে যাবে

ব্যাপারে প্রস্তুতকারক দলের প্রধান চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আদনান বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটো ডিসইনফেকশান চেম্বারটি সার্বক্ষণিক সক্রিয় রাখা হবে একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে চেম্বারে প্রবেশের দুই সেকেন্ডের মধ্যে ক্লোরিন মিশ্রিত দ্রবণ স্প্রেয়িং শুরু হবে তবে গায়ে পিপিই পড়া অবস্থায় চেম্বারে প্রবেশ করতে হবে মিশ্রণের রাসায়নিক পদার্থ সরাসরি গায়ে পড়লে তাতে হাঁচি শুরু হতে পারে

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে ভারত,ভিয়েতনাম,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের অনেক স্থাপনার প্রবেশ মুখে অটো স্যানিটাইজিং স্প্রে সিস্টেম চালু হয়েছেইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রাতিষ্ঠানিক বিভিন্ন স্থাপনাতে ম্যানুয়েল স্যানিটাইজিং চেম্বার বসানো হয়েছে তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দেশের প্রথম অটো স্যানিটাইজিং চেম্বার বসানো হল

আরও খবর

Sponsered content

Powered by