রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে আমচাষে জৈব বালাইনাশক ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৬:১৮:২৪ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের আ লিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র (বিএআরআই)-এ ‘আমের ক্ষতিকারক পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির ব্যবহার’-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউট,গাজীপুরের কীটতত্ত¡ বিভাগ এ সম্পর্কিত একটি প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালাটি আয়োজন করে। কর্মশালায় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ীসহ ৭৫ প্রশিক্ষণার্থীকে জৈব বালাইনাশক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। আ লিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. হরিদাস চন্দ্র মোহন্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক নজরুল ইসলাম, কীটতত্ত¡ বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.দেবাশীষ সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত, আ লিক উদ্যাণতত্ত¡ গবেষণা কেন্দ্র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, কেন্দ্রের রোগতত্ত¡ বিজ্ঞানী মোশারফ হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by