রাজশাহী

শিবগঞ্জে নিখোঁজ শিশু রবিউল ৭ বছর পর খুঁজে পেলো বাবা-মায়ের ঠিকানা

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৩৯:০১ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় ২ বছর প্রতিপালিত হবার পর হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে প্রায় ৭ বছর পূর্বে নিখোঁজ শিশু রবিউল ইসলামকে (১৪) তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেস ম্যানেজার ফারুক হোসেন লাখাই-এ শিশুটির বাড়িতে গিয়ে তার পিতা-মাতার নিকট তাকে হস্তান্তর করেন।

এ সময় লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রবিউল লাখাই গ্রামের নাজিমুদ্দিন ও নাহার বেগম দম্পতির ছেলে। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস বলেন, শিশুর পরিবার জানিয়েছে, ৬/৭ বছর পূর্বে রবিউল নিখোঁজ হয়। এরপর তাকে জয়পুরহাট থেকে উদ্ধার করে রাজশাহী শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসণ কেন্দ্রে আনা হয়। সেখানে বেশ কিছুদিন থাকার পর তাকে শিবগঞ্জ পাঠানো হয়।

এসময় সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শিবগঞ্জে তাকে দীর্ঘ কাউন্সেলিং (চিকিৎসা) করে অনেকটা সুস্থ ও স্বাভাবিক করা হয়। এরপর এক পর্যায়ে শিশুটি তার পরিচয়ের সূত্র বলতে পারলে লাখাই-এ যোগাযোগ করে তার পরিবারের খোঁজ বের করার চেষ্টা শুরু হয়। এক পর্যায়ে তার পরিবারের সন্ধান মেলে ও প্রশাসনের সহায়তায় তা নিশ্চিত হয়। এরই প্রেক্ষিতে বুধবার শিশুটিকে ৭ বছর পর তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়।

কাঞ্চন কুমার দাস আরও বলেন, শিশু রবিউলের পিতা মাতা ও পরিবার ৭ বছর পর তাদের হারানো শিশুকে খুঁজে পেয়ে দারুন খুশি। তারা এ জন্য শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by