রাজশাহী

চাটমোহরের হরিপুরে মহিলা সমাবেশ

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৪:১০:৪৫ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

 

পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি ও মাদক প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বুধবার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মকবুল হোসেনের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সৈকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোজাম্মেল হক রওশন। স্বাগত বক্তব্য দেন, সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মহিলা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ প্রায় দেড় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

 

Powered by