রাজশাহী

চাটমোহরে খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৪:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. হামিদ মাস্টার নিজস্ব অর্থায়নে প্রতিটি পূজামন্ডপে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন। এছাড়া ১০টি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার সকালে চাটমোহর পৌরসভার হরিসভা মন্দির প্রাঙ্গনে খাদ্যসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া, গুনাইগাছা ও পাশর্^ডাঙ্গা ইউনিয়নের সকল পূজামন্ডপে খাদ্যসামগ্রী, শাড়ি-লুঙ্গি বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস রুমি, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সাংগঠনিক সম্পাদক কিংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, শাহ আলম প্রামানিক, অধ্যক্ষ এম এ মতিন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, দীলিপ ব্রম্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by